জাতীয় পার্টির সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যা বললেন হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোন আলোচনা হয়নি, এমনটাই জানিয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে এক অনুষ্ঠিত বৈঠক শেষে এমনটাই জানান মাহবুবুল আলম হানিফ।
এ সময় তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় পার্টির সাথে বৈঠকটি হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতেই এই বৈঠক বলে জানান তিনি। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জাতীয় পার্টির পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বিভি/এজেড
মন্তব্য করুন: