• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাজার সিন্ডিকেটকে লালন-পালন করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৫:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৬:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
বাজার সিন্ডিকেটকে লালন-পালন করছে বিএনপি: ওবায়দুল কাদের

ফাইল ছবি

বাজার সিন্ডিকেটকে লালন-পালনের পাশাপাশি মজুতদারদের পৃষ্ঠপোষকতা করছে বিএনপি, এমন অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। দ্রব্যমূল্য বাড়িয়ে যারা অসন্তোষ সৃষ্টি করছে, তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দেওয়া ব্রিফিংয়ে ওবায়দুল কাদের জানান, ক্রয়ক্ষমতা মানুষের নাগালে রাখতে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। 

আরও পড়ুন: সরকারি দলের সিন্ডিকেটের কারণে সব জিনিসের দাম বাড়ছে: বিএনপি

তিনি বলেন, বিদ্যুতে সরকারের ভর্তুকি অনেক বেড়েছে, আর বাড়ানো ঠিক হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের মানুষ দেখেছে। উপজেলা নির্বাচনে প্রতীক না থাকায় অস্তিত্বের প্রশ্নে বিএনপির তৃণমূলের নেতারা নির্বাচনে অংশ নেবে বলেও আশা করেন ওবায়দুল কাদের। 

তিনি জানান, গত নির্বাচনে দেশি-বিদেশি খেলার বিরুদ্ধে বাংলাদেশের পাশে ছিলো ভারত। বঙ্গবন্ধু কন্যাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে, এটা বিশ্বাসযোগ্য নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।    

বিভি/টিটি

মন্তব্য করুন: