• NEWS PORTAL

  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সরকারি দলের সিন্ডিকেটের কারণে সব জিনিসের দাম বাড়ছে: বিএনপি

প্রকাশিত: ১৫:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৫:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
সরকারি দলের সিন্ডিকেটের কারণে সব জিনিসের দাম বাড়ছে: বিএনপি

বিএনপি নেতারা বলেছেন, সরকার দলের সিন্ডিকেটের বাজার দখলের কারণে প্রতিটি জিনিসের দাম বাড়ছেই। রমজানে কিভাবে সাধারণ মানুষ জীবন যাপন করবে, এই সরকারের সেদিকে কোন খেয়াল নেই বলে মন্তব্য করেন তারা। বিএনপি নেতারা বলেন, সরকারের কাছে কোন দাবি নয়, বন্দিদশা থেকে বেগম খালেদা জিয়াকে বের করে কর্মসূচিতে আনা হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বলে উল্লেখ করেন তারা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেগম খালেদা জিয়া ও মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের মুক্তি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি। সমাবেশে বিএনপি নেতারা বলেন, বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দি করে ৭ জানুয়ারি নির্বাচন করলেও, সাধারণ মানুষ ভোট দেয়নি। শুধু তাই নয়, দেশ বিদেশের এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই। 

       আরও পড়ুন:

দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বেগম খালেদা জিয়া কোন দিন আপস করেননি। বন্দি থেকেও বেগম জিয়া দেশের মানুষের জন্য সংগ্রাম করছেন। তিনি বলেন, বিনা ভোটের সরকার দেশের  মানুষের মানবিক ও মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত করছে।

আন্দোলনের মাধ্যমেই সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হরে বলেও জানান বিএনপির নেতারা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2