সরকারি দলের সিন্ডিকেটের কারণে সব জিনিসের দাম বাড়ছে: বিএনপি
বিএনপি নেতারা বলেছেন, সরকার দলের সিন্ডিকেটের বাজার দখলের কারণে প্রতিটি জিনিসের দাম বাড়ছেই। রমজানে কিভাবে সাধারণ মানুষ জীবন যাপন করবে, এই সরকারের সেদিকে কোন খেয়াল নেই বলে মন্তব্য করেন তারা। বিএনপি নেতারা বলেন, সরকারের কাছে কোন দাবি নয়, বন্দিদশা থেকে বেগম খালেদা জিয়াকে বের করে কর্মসূচিতে আনা হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বলে উল্লেখ করেন তারা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেগম খালেদা জিয়া ও মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের মুক্তি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি। সমাবেশে বিএনপি নেতারা বলেন, বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দি করে ৭ জানুয়ারি নির্বাচন করলেও, সাধারণ মানুষ ভোট দেয়নি। শুধু তাই নয়, দেশ বিদেশের এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই।
আরও পড়ুন:
- আ. লীগ এবার ক্ষমতায় না এলে উন্নয়ন লুট হয়ে যেতো: প্রধানমন্ত্রী
- বিএনপিকে যে পরামর্শ দিলেন ওবায়দুল কাদের
- বিএনপিকে নিষিদ্ধ করার চিন্তা আ.লীগের নেই: কাদের
- নিজেদের মতো করে প্রশাসন সাজিয়েছে সরকার: রিজভী
দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বেগম খালেদা জিয়া কোন দিন আপস করেননি। বন্দি থেকেও বেগম জিয়া দেশের মানুষের জন্য সংগ্রাম করছেন। তিনি বলেন, বিনা ভোটের সরকার দেশের মানুষের মানবিক ও মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত করছে।
আন্দোলনের মাধ্যমেই সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হরে বলেও জানান বিএনপির নেতারা।
বিভি/এজেড
মন্তব্য করুন: