• NEWS PORTAL

  • বুধবার, ০১ মে ২০২৪

গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চলবে: রিজভী

প্রকাশিত: ১৫:০২, ১৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চলবে: রিজভী

গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চলবে, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দমনপীড়নের কাছে বিএনপি নতি স্বীকার করবে না বলেও হুঁশিয়ারি তার। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল)  ঢাকা মহানগর উত্তর বিএনপির নির্যাতিত নেতাকর্মী ও তাদের স্বজনদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

এর আগে বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে  রিজভী বলেন, ‘সরকারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম আর টিপাইমুখ বাঁধ ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে উঠা গণআন্দোলনে নেতৃত্বের কারণে ইলিয়াস আলী রাষ্ট্রযন্ত্র ও দেশি-বিদেশি অপশক্তির গাত্রদাহের প্রধান কারণ ছিলেন।

এ সময় রিজভী  আরও বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবের স্নায়ু শিথিল, মস্তিষ্ক অলস ও হৃদয় দুর্বল হওয়ার কারণে বেশি বেশি অবান্তর কথা বলেন। সরকার অসংখ্য মানুষকে গুম, খুন ও অপহরণ করেছে। এদের মধ্যে জাতিসংঘ গুমের একটি তালিকা দিয়েছিল। আজ পর্যন্ত বিনাভোটের সরকার এর কোনো জবাব দিতে পারেনি।’ 

বিভি/রিসি

মন্তব্য করুন: