• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভোটের অধিকার না থাকায় শ্রমিকদের মূল্য কমেছে: সাইফুল হক 

প্রকাশিত: ১৩:০২, ১ মে ২০২৪

ফন্ট সাইজ
ভোটের অধিকার না থাকায় শ্রমিকদের মূল্য কমেছে: সাইফুল হক 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, দেশে মানুষের ভোটের অধিকার না থাকায় শ্রমিকদের মূল্য কমেছে,  শ্রমিকরা হয়ে পড়েছেন ক্ষমতাহীন। সংসদে প্রতিনিধিত্বকারীদের বেশিরভাগ ব্যবসায়ী হওয়ায়, শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।   

মে দিবস উপলক্ষে রাজধানীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, শ্রমিকরা এখন সবচেয়ে খারাপ সময় পার করছেন। অধিকাংশ শ্রমিক তিন বেলা পেট ভরে খেতে পারেন না। 

গরমে শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্ট করছেন দাবি করে সাইফুল হক বলেন, ন্যূনতম মজুরির ১২ হাজার টাকায় শ্রমিকদের মাসের অর্ধেকই ঠিক মতো যায় না। মাসের বাকিটা দিন ধার-দেনা করে চলতে হয় তাদের। মে দিবস উপলক্ষে পরে মিছিল ও র‍্যালি করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। র‍্যালিটি পল্টন ও প্রেসক্লাব হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2