• NEWS PORTAL

  • বুধবার, ১৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সরকারের কথিত উন্নয়নে দেশ এখন বিষাক্ত গ্যাস চেম্বার, মানুষ মৃত্যুমুখে: রিজভী

প্রকাশিত: ১৩:৪৭, ২৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১৩:৪৮, ২৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
সরকারের কথিত উন্নয়নে দেশ এখন বিষাক্ত গ্যাস চেম্বার, মানুষ মৃত্যুমুখে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, তথাকথিত উন্নয়নের নামে জলাশয় ভরাট করে সরকার দলীয় লোকেরা আরাম আয়েশে থাকলেও গোটা দেশকে সরকার বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে। 

 ঢাকা মহানগর উত্তর বিএনপির রামপুরা থানার উদ্যোগে রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন রুহুল কবির রিজভী।

এ সময় তিনি বলেন, দেশে অগ্নি প্রবাহ চলছে, জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। তীব্র দাবদাহে শিক্ষকসহ ১৭ জন মারা গেছেন। 

রিজভীর অভিযোগ, উন্নয়নের ছবি দেখিয়ে আওয়ামী লীগের নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। তারা বিদেশে টাকা পাচার করে নিজেদের উন্নয়ন করলেও জনগণকে কেন্দ্র করে কোনো উন্নয়ন করেননি।

তিনি বলেন, নদী-নালা খাল-বিল-জলাশয় ভরাট করে প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে। বিষাক্ত গ্যাস চেম্বার বানিয়ে মানুষকে মৃত্যু দিকে ঠেলে দিচ্ছে সরকার। আওয়ামী লীগ গণতন্ত্রকে কেটে টুকরো টুকরো করেছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।   

বিভি/রিসি

মন্তব্য করুন: