• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যে আইনে নিষিদ্ধ হলো জামায়াত-শিবিরের কার্যক্রম

প্রকাশিত: ১৭:০৪, ১ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:৩৬, ১ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
যে আইনে নিষিদ্ধ হলো জামায়াত-শিবিরের কার্যক্রম

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ২০০৯ সালে প্রণীত সন্ত্রাস বিরোধী আইনের ১৮ এর ১ ধারা অনুযায়ী জামায়াত ইসলামী ও এর অঙ্গসঙ্গঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে। 

এর আগে আইন মন্ত্রনালয় এ সংক্রান্ত নথিতে ভেটিং দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠায়। আইনমন্ত্রী বলেন, দলটির সাথে যারা জড়িত রয়েছে তাদের ব্যাপারে পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে। কারণ দলটির সবাই অপরাধী নয়। আন্ডারগ্রাউন্ডে রাজনীতির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার সুযোগ আছে বলেও জানান আইনমন্ত্রী। শিক্ষার্থীদের গণগ্রেপ্তার প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, আটক শিক্ষার্থীদের জামিনের বিষয়ে উদ্যোগ নিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা ও রাজনীতিতে জামায়াতে ইসলামী দলটি নানাভাবে আলোচিত ও সমালোচিত একটি সংগঠন। স্বাধীন বাংলাদেশে শুরুতে নিষিদ্ধ থাকলেও কৌশলী অবস্থানে আশির দশকে ঘুরে দাঁড়াতে খুব একটা বেগ পেতে হয়নি ধর্ম ভিত্তিক এই দলকে। ৯১ এর নির্বাচনে সংসদে  যুক্ত হয় জামায়াতে ইসলামী। বড় দুই দলের সাথেই সম্পর্ক ভাঙাগড়ার মধ্যে প্রথমে নিবন্ধন বাতিল, শেষে রাজনৈতিক দল হিসেবেই নিষিদ্ধ হলো এক সময়ের মিত্র আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2