‘আল্লাহ ছাড়া আর কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না’

বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হয়েছে। বহু চড়াই উতরাই পেরিয়ে বিএনপি আজ এই অবস্থানে এসেছে। তারা ভেবেছিলো জিয়াউর রহমানকে হত্যা করলেই দল শেষ হয়ে যাবে। খুন-গুম হত্যা চালিয়েও দলকে বিচ্ছিন্ন করতে পারেনি কেউ। বিএনপি একটি মহাসমুদ্র বিএনপিকে ধ্বংস করা এত সহজ নয়, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালী পূর্বক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত-এনসিপি-চরমোনাই কোনো ষড়যন্ত্র করে লাভ নাই, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না। সরকার, নির্বাচন কমিশনসহ সকলেই প্রস্তুত রয়েছে, জনগণও প্রস্তুত আছে। সুতরাং নির্বাচন করতেই হবে।
এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে একটি বিশাল র্যালী জেলা বিএনপির চিনিশপুরস্থ কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আরশীনগর পৌর পার্কে গিয়ে শেষ হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: