• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গুম থেকে ফিরে প্রথম সংবাদ সম্মেলনে যা বললেন গোলাম আযমের ছেলে

প্রকাশিত: ১৬:০০, ৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:১৩, ৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
গুম থেকে ফিরে প্রথম সংবাদ সম্মেলনে যা বললেন গোলাম আযমের ছেলে

ছবি: আব্দুল্লাহিল আমান আজমি

আট বছর গুম থেকে ফিরে দায়ীদের শাস্তি দাবি করলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। নির্যাতনের বর্ণণা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এসময় তিনি ১৯৭২ সালে করা বাংলাদেশের সংবিধান অবৈধ উল্লেখ করে নতুন সংবিধান প্রনয়নের দাবি জানান।

২০১৬ সালের ২২ আগস্ট রাতে মগবাজারের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় সাবেক সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে। আট বছর গুম থাকার পর, শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগষ্ট  পরিবারের কাছে ফেরেন তিনি। 

গুমের বিষয়ে অনলাইনে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে আজমি বলেন,  মূলত দুটি কারণেই বন্দি করে রাখা হয়েছিলো তাকে। বন্দি থাকা অবস্থায় নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আজমি। পিলখানা হত্যাকাণ্ডে দায়ীদের শাস্তি দাবি করেন তিনি।

বাংলাদেশের নতুন সংবিধানের দাবিও করেন আজমি। অন্যধর্মের প্রতি সহনশীল হতে সকলের প্রতি আহ্বান জানান আব্দুল্লাহিল আমান আজমি।
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2