• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রভু চলে গিয়েছে কিন্তু দাসেরা আজও লুকিয়ে রয়েছে: হাসনাত আব্দুল্লাহ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ৯ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৯:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
প্রভু চলে গিয়েছে কিন্তু দাসেরা আজও লুকিয়ে রয়েছে: হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগষ্ট ফ্যাসিদ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। প্রভু চলে গিয়েছে কিন্তু প্রভুর দাসরা আমাদের মধ্যেই লুকিয়ে রয়েছে। তারা বিভিন্ন রূপে আমাদের মাঝে এসে ইউনিটিকে ভাঙতে চাইবে। আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। এখন দেশটা পুনর্গঠনের সময়।

তিনি সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে খাগড়াছড়ি টাউন হলে গণঅভ্যুত্থানের প্রেরনায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি,চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক সমাজের মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। 

কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিষ্ট হাসিনার আমলে দেশের অর্থনীতিকে ধংস করে দেয়া হয়েছে। ১১ লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ ফ্যাসিবাদের দোসররা এখনো রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে উল্লেখ করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনমুখী হওয়ার আহবান জানান।

এসময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারাদেশে জনমত গঠনের অংশ হিসেবে খাগড়াছড়ি সফরে আসেন কেন্দ্রীয় নেতারা।

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা, সকল স্থরে ন্যায্যতা নিশ্চিত করা এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন সরকারকে সময় দেয়া উচিত। ছাত্র-জনতার অভ্যুত্থানকে পূজি করে যারা আবারও চাঁদাবাজি, সন্ত্রাসী আর সিন্ডিকেট করতে চান; তাদেরকে এই সুযোগ আর দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

সভা শুরু হলে অনুষ্ঠানে কতিপয় আওয়ামী লীগের দোসরদের উপস্থিতির কারণে আধাঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে। পরে আইন শৃঙ্খলাবাহিনী উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তখন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য শুরু করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: