• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘বিএনপির নামে চাঁদাবাজী করছে অনুপ্রবেশকারীরা’

প্রকাশিত: ১৫:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘বিএনপির নামে চাঁদাবাজী করছে অনুপ্রবেশকারীরা’

অনুপ্রবেশকারীরা বিএনপির নামে চাঁদাবাজী করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের। ছাত্র-জনতার হত্যাকারীদের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের ব্যবস্থা কারা করছে, তাদের নাম প্রকাশের অনুরোধ জানান দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এদিকে, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করার দাবি বিএনপি চেয়ারর্পাসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জিয়া প্রজন্ম দল। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। স্বৈরাচারের দোসররা এখনো চুপ নেই, বিভিন্ন কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

এসময় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ঐক্য ধরে রাখতে সবাইকে আহ্বান জানান তিনি। বলেন, ছাত্রদের আন্দোলনে বিএনপি পেছনে থেকে সার্বিক সহায়তা করেছে। কারো অর্জন কোন অংশে কম নয়। সেই সাথে বিএনপিতে আনুপ্রবেশ বন্ধে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন তিনি। 

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা আব্দুস সালাম বলেন, জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না। কে কোন দল সেই মতপার্থক্য তৈরি না করার আহ্বানও জানান তিনি। সেই সাথে বর্তমান সরকারের অধীনের নির্বাচনের দাবি জানান তিনি। 

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনার দোসররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2