• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পূজা মণ্ডপে হামলা চালিয়ে দেশের শান্তি নষ্ট করতে সক্রিয় একটি চক্র: ইশরাক হোসেন

প্রকাশিত: ১০:৩৫, ১২ অক্টোবর ২০২৪

আপডেট: ১০:৪৪, ১২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
পূজা মণ্ডপে হামলা চালিয়ে দেশের শান্তি নষ্ট করতে সক্রিয় একটি চক্র: ইশরাক হোসেন

ছবি: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পূজা মণ্ডপে হামলা চালিয়ে দেশের শান্তি নষ্ট এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে সক্রিয় একটি চক্র। শুক্রবার রাতে তাঁতী বাজার পূজা মন্ডপে দুস্কৃতকারিদের হামলায় আহতদের মিটফোর্ড হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। 

শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর তাঁতীবাজার পূজা মণ্ডপের পিছনে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতকারিরা। এ সময় চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারিরা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

এ ঘটনায় আহতদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে আহতদের হাসপাতালে দেখতে যান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি। আহতদের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন।

পরে তাঁতীবাজার পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন। দলীয় নেতা-কর্মীদের নিয়ে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন বিএনপির এ নেতা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2