ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের
বিএনপি সরকার গঠন করতে পারলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে গৃহিত নীতিমালার আলোকে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে তিনি এমন আশ্বাস দেন। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার আশাবাদও তিনি ব্যক্ত করেছেন সাংবাদিক প্রতিনিধিদের সাথে বৈঠকে।
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলটির সাতদিনব্যাপী শোক কর্মসূচির ৬ষ্ট দিনে বিএনপির গুলশান কার্যালয়ে যান দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান কার্যালয়ে যান বিজিএমইএ, বিসিআই, ডিসিসিআই, এফবিসিসিআইয়েরসহ শীর্ষ ব্যবসায়ী নেতারা। বেগম খালেদা জিয়ার জন্য রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন তারা। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন। আড়াই ঘণ্টার বৈঠকে জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ ব্যবসা খাতে বিরাজমান সমস্যাগুলো তুলে ধরেন ব্যবসায়ীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকের বলেন, ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে নীতিমালার মাধ্যমে সংস্কার বাস্তবায়নের আশ্বাস দিয়েছে তারেক রহমান।
এর আগে সন্ধ্যায় তারেক রহমানের সাথে বৈঠক করেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা। তারা জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এদিন সকালে বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোকবইয়ে স্বাক্ষর করে বিপ্লবী ওয়ার্কাস পার্টি। দেশকে ঐক্য ও সংহতির পথে এগিয়ে নিতে বিএনপির সাথে কাজ করবেন বলে জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: