সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেয়া উচিৎ: মেজর হাফিজ
হাফিজ উদ্দিন আহমেদ (ফাইল ছবি)
বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারের উচিত যত দ্রুত সম্ভব নির্বাচন বিষয়ে সংস্কার শেষ করে নির্বাচন দেয়া। এরপর বাকি সংস্কার করবে পরবর্তী নির্বাচিত সরকার।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার (১১ নভেম্বর) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই আন্দোলনে বহু সাধারণ মানুষ, বিএনপির শত শত নেতাকর্মী শহীদ হয়েছে। বিএনপি এবার ব্যানার নিয়ে আন্দোলন করেনি। সবার আন্দোলনের ফল হচ্ছে এই বিজয়। কিন্তু, আজকের অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ দিন ক্ষমতায় থাকতে চায়।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভোট হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি। ইতোমধ্যে আওয়ামী লীগের দোসররা অন্তবর্তীকালীন সরকারে প্রবেশ করতে শুরু করেছে। তিনি বলেন, আবার আওয়ামী লীগ নানা কথাবার্তা বলছে। আবারও তারা মানুষ হত্যা করার জন্য দেশে রাজনীতি করতে চায় কিনা সেই প্রশ্ন রাখেন বিএনপির এ নীতি নির্ধারক।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: