• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

জনগণের অধিকার ফিরিয়ে দিতে ওয়াদাবদ্ধ এই সরকার: খন্দকার মোশাররফ

প্রকাশিত: ২১:৩৯, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:৫৪, ৪ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
জনগণের অধিকার ফিরিয়ে দিতে ওয়াদাবদ্ধ এই সরকার: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে আর কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না।

বুধবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় ঐক্য সৃষ্টি করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। জনগণের অধিকার ফিরিয়ে দিতে ওয়াদাবদ্ধ এই সরকার। তাই আমরা অতি দ্রুত সংস্কারকাজ শেষ করে নির্বাচনের জন্য রোডম্যাপ দিতে বলেছি।

তিনি বলেন, জাতীয় স্বার্থে ঐকমত্য ও নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে। বিদেশের যেসব দেশ পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে বৈঠকে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যমত প্রকাশ করেছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে।

এসময় কোন দেশের কোন প্রকার উসকানিতে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।

খন্দকার মোশাররফ বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছি। যেভাবে আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে সরকারকে বিদায় করা হয়েছে এবং এখন তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের সবাইকে আমরা মোকাবিলা করব। আজকে আমরা যারা রাজনৈতিক দলগুলো এখানে ছিলাম তারা সবাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য একমত হয়েছি বলেও উল্লেখ করেন তিনি।

সেখানে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খানসহ অন্যান্যরা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2