• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রিজভী

প্রকাশিত: ১৪:০৩, ৩১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রিজভী

ছবি: ইসিতে রুহুল কবির রিজভীর ব্রিফিং

নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে। তবে, অবাধ নির্বাচন অনুষ্ঠানে ইসির কোন ঘাটতি দেখছিনা বলে মন্তব্য করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (৩১ আগস্ট) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি আনোয়ারুল ইসলামের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, প্রশাসনের স্তরে স্তরে দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। গত ১৬ বছরে নির্বাচন কমিশনের উপর যে আস্থা উঠে গেছে তা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। 

গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের উপর হামলার বিষয়ে তিনি বলেন, এটি একটি বিছিন্ন ঘটনা। গণতান্ত্রিক দেশে এই হামলা কাম্য না। জড়িতদের আইনের আওতায় এনে তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাঁধা নেই বলেও জানান ইসি সিনিয়র সচিব। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2