আমাদের রাজনীতি হবে জনগণের কল্যাণের জন্য: ইঞ্জিনিয়ার ইশরাক
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি সবসময় জনসেবা ও জনকল্যাণমূলক। আগামী দিনে আমাদের রাজনীতি হবে জনগণের কল্যাণের জন্য।’
শুক্রবার (১০ জানুয়ারি) গেন্ডারিয়া থানা ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এসময় তিনি গরিব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কর্মসূচির সুষ্ঠু আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রশংসাও করেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই নেতা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেকোনো দুর্যোগের সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেছেন, আমরা তার এই শিক্ষা অনুসরণ করতে চাই।’
এসময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের আমলে বন্দি ছিলেন, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৪৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাদির। এছাড়াও গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসেক বিল্লাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং দলের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: