সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ঢাকা উত্তর ও দক্ষিণে নতুন কমিটি

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি)সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ইসমাইল সম্রাট ও সদস্য সচিব সাজাদ্দুর রহমান রাফির সাক্ষরিত এক বিবৃতিতে দুই মহানগর কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঢাকা মহানগর দক্ষিণ এর নতুন আহ্বায়ক রহমান রাকিব ও সদস্য সচিব রাবেয়া সায়েদ মিম। ঢাকা মহানগর উত্তর এর নতুন আহ্বায়ক মো: মেহেদী হাসান বাবু ও সদস্য সচিব মো: রাইয়ান।
উল্লেখ সংগঠনটি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম হিসেবে গড়ে উঠে। সংগঠনটি স্বৈরাচার বিরোধী বিএনপির নেতৃত্বে গড়ে উঠা যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল হিসেবে ভূমিকা রাখছে সাথে সাথে সংগঠনটি জুলাই আগষ্টের গণআন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে রাজপথে।
বিভি/এজেড
মন্তব্য করুন: