মিয়ানমার থেকে দেশে ফিরছেন বন্দীদশায় থাকা ১৮ বাংলাদেশি

মিয়ানমারের দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরছেন ১৮ জন বাংলাদেশ। তারা মঙ্গলবার দিবাগত (১৯ মার্চ) রাত ১২টা ৪৫ মিনিটে থাইএয়ারওয়েজ (TG-339) বিমানে করে ঢাকায় ফিরছেন।
জানা যায়, মানব পাচারের শিকার হওয়া ১৮ বাংলাদেশি মিয়ানমারের ভয়ঙ্কর স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটিয়েছেন। চাকরি ও ভালো ভবিষ্যতের প্রলোভনে ফেলে মানবপাচারকারীরা তাদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়। এরপর মায়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। সেখানে তাদের দিয়ে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করা হতো, আর প্রতিদিন তারা বেঁচে থাকার জন্য লড়াই করতেন।
অবশেষে ভুক্তভোগীদের পরিবার, ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় সেই দুঃসহ বন্দিদশা থেকে মুক্তি মিলেছে।
এরা হলেন- ১. ওমর ফারুক, ২. রাশেদুল ইসলাম রিফাত, ৩. আলিফ ইমরান, ৪. মোহাম্মদ রায়হান সুবহান, ৫. এস কে আরমান, ৬. পাভেল চৌধুরী, ৭. মনির হোসেন, ৮. ইসমাইল হোসেন, ৯. নাজিম উদ্দীন, ১০. জহির উদ্দিন, ১১. তানভীর আহাম্মেদ রাফি, ১২. তাইনুর খলিলুল্লাহ, ১৩. সায়মন হোসেন আবির, ১৪. উজ্জ্বল হোসেন, ১৫. মেহেদী হাসান শান্ত, ১৬. মোহাম্মদ কায়সার হোসেন, ১৭. শাহ আলম ও ১৮. আকাশ আলী।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: