• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মারা গেছেন নজরুল ইসলাম খানের স্ত্রী, দাফন করা হবে মিরপুর গোরস্থানে

প্রকাশিত: ০০:৪২, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ০০:৪৯, ১৯ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
মারা গেছেন নজরুল ইসলাম খানের স্ত্রী, দাফন করা হবে মিরপুর গোরস্থানে

নজরুল ইসলাম খান (বায়ে) ও তার স্ত্রী অলিফা আকতার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক কূটনীতিক নজরুল ইসলাম খানের স্ত্রী অলিফা আকতার কান্তা ইসলাম (৭০) মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, ৭০ বছর বয়সী অলিফা আকতার দীর্ঘ দিন থেকে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

তাঁর মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আর মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা নজরুল ইসলাম খান এর সহধর্মিণীর প্রথম নামাজে জানাজা পুরাতন ডিওএইচএস মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে। মিরপুর গোরস্থান সংলগ্ন মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর গোরস্থানে দাফন করা হবে। শুভাকাঙ্ক্ষীদের জানাজা নামাজে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।

বিভি/এজেড

মন্তব্য করুন: