• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক মুক্তি হলে দেশের মানুষের ভাগ্যের উন্নতি হবে’

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ২০:১১, ২৭ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
‘দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক মুক্তি হলে দেশের মানুষের ভাগ্যের উন্নতি হবে’

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশের নাগরিকদের অধিকার সরকারকে প্রতিষ্ঠা করতে হবে এবং সেই দায়িত্ব নিতে হবে। আগামীতে একটি জনবান্ধন ও জনগণের কল্যাণে একটি সুন্দর সমাজ বিনির্মানে সরকার যেন কাজ করে। গণতন্ত্র মানুষের আইনের শাসন। নিজের স্বাধীনতা, ন্যায়বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এইগুলো যেন বাস্তবায়ন করা। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক মুক্তি হলে দেশের মানুষের ভাগ্যের উন্নতি হবে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে নরসিংদী আন্তঃজেলা বাস টার্মিনালে নরসিংদী চেম্বার অব কমার্সের আয়োজনে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সহস্রাধিক নারী-পুরুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। 

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুব দলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আওলাদ হোসেন মোল্লা, যুব নেতা আব্দুল রউফ ফরিক রনি ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ। 

বিভি/এসজি

মন্তব্য করুন: