• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা নিয়ে যে বিতর্ক, তা অবান্তর: নাহিদ ইসলাম

প্রকাশিত: ২০:৪৪, ২৭ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা নিয়ে যে বিতর্ক, তা অবান্তর: নাহিদ ইসলাম

সম্প্রতি প্রথম, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা অবান্তর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।  

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, যারা আপসের রাজনীতি করে এসেছে তাদের কাছে প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই, তাদের কাছে লুটপাটের স্বাধীনতাই প্রধান বলে মন্তব্য করেছেন।

ভারতের মদদে শেখ হাসিনা অবৈধভাবে তিন মেয়াদে ক্ষমতায় থেকেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের খুশি করতেই মাথানত পররাষ্ট্রনীতি তৈরি করেছিল আওয়ামী লীগ। দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক রাখার পক্ষে তিনি। তবে, তা হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। গণতান্ত্রিক সম্পর্ক চাইলে ভারতকে তিস্তার পানিসহ সকল প্রাপ্য বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতে অবস্থান করা শেখ হাসিনার বিষয়ে দেশটি কী পদক্ষেপ নেয় তার ওপর ভিত্তি করেই ফরেন পলিসি নির্ধারণের পরামর্শ দিয়েছেন নাহিদ ইসলাম। ভারতের প্রধানমন্ত্রী মোদী বিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সকল হত্যার বিচারের দাবিও জানান তিনি।

নাহিদ ইসলাম আরও জানান, গণপরিষদ, বিচার ও সংস্কার-এই তিন এজেন্ডা নিয়ে কাজ করছে নাগরিক কমিটি। এর মাধোমেই পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

বিভি/টিটি

মন্তব্য করুন: