• NEWS PORTAL

  • বুধবার, ০৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘বাংলাদেশ কোনো পরাশক্তির এজেন্ডা বাস্তবায়নের গুটি হবেনা’

প্রকাশিত: ১৯:৫১, ৩ মে ২০২৫

আপডেট: ১৯:৫১, ৩ মে ২০২৫

ফন্ট সাইজ
‘বাংলাদেশ কোনো পরাশক্তির এজেন্ডা বাস্তবায়নের গুটি হবেনা’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাংলাদেশকে কেন্দ্র করে আধিপত্যবাদী পরাশক্তিসমূহের ভূ-রাজনৈতিক কৌশলগত পরস্পরবিরোধী স্বার্থের যে টানাপোড়েন রয়েছে বাংলাদেশকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষ কোনো দিকে বাংলাদেশের ঝুঁকে পড়ার অবকাশ নেই। বাংলাদেশ এই অঞ্চলে কারও বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়নের গুটি হবেনা।

শনিবার (৩ মে) বিকালে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, এই মুহুর্তে আঞ্চলিক পরিস্থিতিও বেশ উত্তেজনাপূর্ণ ও জটিল। ভারত-পাকিস্তানের মধ্যে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে। বাংলাদেশ কোনোভাবেই এই উত্তেজনার অংশ হবেনা। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে এরকম যেকোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকারকে এড়িয়ে চলতে হবে।

তিনি বলেন, মানবিক কারণেই বাংলাদেশ ১২ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে খাদ্যসহ যাবতীয় মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। কিন্তু বাংলাদেশের ভূখণ্ড দিয়ে আরাকান অঞ্চলে করিডোর দেওয়ার সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। এ ধরনের করিডোর দেওয়া হলে তা বাংলাদেশকে নানা দিক থেকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পরিনত হবারও আশংকা থাকবে।

তিনি জাতীয় সংসদের অবর্তমানে রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ব্যতিরেকে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট  উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় সাইফুল হক আরও বলেন, প্রতিবাদী যুবশক্তি জেগে না থাকলে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করা যাবেনা। তিনি যুব আন্দোলনকে বেগবান করার জন্য যুব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, সদস্য সচিব মীর রেজাউল আলম, জামিরুল রহমান ডালিম, আরিফুল ইসলাম, ফায়েজুর রহমান মনির, মোহাম্মদ স্বাধীন মিয়া, শিবু মোহান্ত বক্তব্য রাখেন।   

বিভি/এসজি

মন্তব্য করুন: