• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে সাবেক মেয়র আইভীকে  

প্রকাশিত: ১৮:৩৭, ৯ মে ২০২৫

আপডেট: ১৮:৩৯, ৯ মে ২০২৫

ফন্ট সাইজ
কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে সাবেক মেয়র আইভীকে  

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৯ মে) দুপুর ২টার দিকে আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। শুধু আমাদের কারাগারে আনা হয়েছে এটুকুই বলতে পারছি। আমাদের কিছু প্রসেসিং আছে। সেই প্রসেসিংগুলো সম্পন্ন করা হচ্ছে।

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইভীকে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


 

বিভি/এসজি

মন্তব্য করুন: