• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় সংলাপের আহ্বান

প্রকাশিত: ১৮:৪০, ৯ মে ২০২৫

ফন্ট সাইজ
৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় সংলাপের আহ্বান

ছবি: রাশেদ খান

আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এই আহ্বান জানান তিনি।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন করার কোনও সুযোগ নেই। গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কয়েক দফা দাবি জানালেও অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি। অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার সবুজ সংকেত নিয়েই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়েছেন।

রাশেদ বলেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশে ১৪৪ ধারা জারি রয়েছে। কিন্তু এনসিপি যখন যায় তখন এই ধারা কাজ করে না। সরকারি দলের জন্য এক নিয়ম আর বাকীদের জন্য আরেক নিয়ম কেন? সেই প্রশ্নও রাখেন রাশেদ খান। 

বিভি/এমআর

মন্তব্য করুন: