• NEWS PORTAL

  • বুধবার, ২৮ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক হোসেন

প্রকাশিত: ১৭:২৩, ২৫ মে ২০২৫

ফন্ট সাইজ
শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক হোসেন

ছবি: ইশরাক হোসেন

মেয়রের শপথ চেয়ে হাইকোর্টে এখনো রিট করেননি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। বিভিন্ন গণমাধ্যমে হওয়া সংবাদ প্রকাশের প্রেক্ষিতে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।

রবিবার (২৫ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, ‘‘যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ‘সিটি কর্পোরেশন আইন’ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোন পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা বিষয়টি চূড়ান্ত করা হয় নাই।’’

তিনি জানান, ‘আদালতের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা এন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি মাত্র। রিট পিটিশন নয়।’

প্রসঙ্গত, রবিবার বিভিন্ন গণমাধ্যম ‘শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশরাক হোসেন’ মর্মে সংবাদ প্রকাশিত করেছে। এর প্রেক্ষিতেই এই বিবৃতি পাঠান ইশরাক হোসেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2