• NEWS PORTAL

  • বুধবার, ২৮ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খাগড়াছড়িতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৭, ২৫ মে ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু

উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নাবায়ন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৫ মে) বিকালে দলীয় কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তাল্বে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি কহেলি দেওয়ান, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান ও জেলা ছাত্র দলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সোহেলসহ বিভিন্ন উপজেলার অঙ্গ ও সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

দীর্ঘ বছর পর এমন উৎসবমুখর পরিবেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি করতে পেরে খুশি নেতাকর্মীরা। একই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচী নিয়ে আলোচনা হয়। 

এসময় প্রধান  অতিথির বক্তব্য এম এন আবছার বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন ও দমন পীড়নের ফলে এমন উৎসবমুখর পরিবেশ সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সম্ভব হয়নি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির কোনো কমিটিতে স্বৈরাচার আওয়ামী লীগের কোনো দোসরের স্থান নেই।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2