কাফনের কাপড় পড়ে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলো ইনকিলাব মঞ্চ

চলতি মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে আগামী ৩ আগষ্ট কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (১ জুলাই) বিকালে রাজধানীর কাকরাইল মোড়ে লাল মার্চ পরবর্তী সমাবেশে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদী।
হাদী বলেন, কোনো রাজনৈতিক দলের কারণে জুলাই গণঅভ্যুত্থান হয়নি। অথচ, দু’একটি রাজনৈতিক দল অভ্যুত্থানের সুবিধা নিয়ে জুলাই সনদের বিরোধীতা করে আসছে।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকাল সাড়ে চারটায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে থেকে ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশ্যে জুলাই সনদ ঘোষণার দাবিতে লাল মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। লাল মার্চের মিছিলটি কাকরাইল মসজিদের সামনে গেলে আটকে দেয় পুলিশ। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে জুলাই সনদের দাবিতে মাসব্যাপী কর্মসূচি না দিয়ে ৩ আগষ্টের কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: