• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বনানী থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

প্রকাশিত: ২২:২৫, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বনানী থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও দলের শৃঙ্খলা পরিপন্থী আচরণের জন্য ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) কেন্দ্রীয় যুবদল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুনা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এরইমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতা-কর্মীদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে বলা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2