• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

প্রকাশিত: ১৬:৪০, ৫ জুলাই ২০২৫

আপডেট: ১৬:৪১, ৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

শনিবার (৫ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেএসডি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে। এ উপলক্ষে শহীদ মিনারে আয়োজিত সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অকাতরে জীবন দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছে, তাদের আত্মত্যাগ শুধু স্মরণ করার জন্য নয়—তা পূর্ণতা পাবে জনগণের প্রজাতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এই শহীদ মিনারে দাঁড়িয়ে একটি নতুন রাজনৈতিক ইশতেহার ঘোষণা করছি যা গণতন্ত্র ও জনগণের শাসনের পবিত্র অঙ্গীকারে পরিণত হবে।

তিনি বলেন রাষ্ট্র জনগণের রক্ষাকবচ হবে, নিপীড়নের অস্ত্র নয়। রাষ্ট্র পরিচালিত হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক নীতিতে। আর রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে অংশীদারিত্বের গণতন্ত্র। প্রজাতন্ত্র কেবল একটি শব্দ নয়—এটি প্রতিদিনের নৈতিক চর্চা। শহীদদের এই রক্ত আমাদের ঋণ নয়—এই রক্ত আমাদের দায়িত্ব। এই শহীদ মিনার আমাদের ইতিহাস নয়—এটি আমাদের ভবিষ্যৎ। আমরা শাসন চাই না, আমরা পরিবর্তন চাই। আমরা চাই জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ভিত্তিক বাংলাদেশ।

সভায় জেএসডির পক্ষ থেকে মাস ব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কামাল উদ্দিন পাটোয়ারী, এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ,এডভোকেট কে এম জাবির,কামাল উদ্দিন পাটোয়ারী,বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, এ কে এম মিজান উর রশিদ চৌধুরী, এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, নুরুল আকতার,বীর মুক্তিযোদ্ধা মো. নাসিম,এস এম সামছুল আলম নিক্সন,মোহাম্মদ মোস্তফা কামাল,আবদুল মান্নান মুন্সি, কামরুল আহসান অপু,এহসান ভূঁইয়া,আবদুল মুত্তালিব মাষ্টার, ইলোরা খাতুন সোমা, শাহানা সুলতানা, 
কামরুল হুদা লাবলু প্রমুখ। 

শ্রদ্ধা নিবেদন শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2