‘সরকারের ভূমিকায় জনগণ এখনো সংশয়ে আছে’

ফাইল ছবি
সরকারের ভূমিকায় জনগণ এখনো সংশয়ে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ১৯ জুলাই সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিও জানিয়েছেন তিনি।
সাত দফা দাবিতে জাতীয় সমাবেশ সফল করতে সোমবার (৭ জুলাই) সকালে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। মঞ্চের স্থান নির্ধারণসহ আনুষঙ্গিক নানা বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। পরে ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, এ মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার দৃশ্যমান ও অবাধ-সুষ্ঠু নির্বাচনসহ সাত দফা দাবিতে সমাবেশে থাকবেন দেশের সব জেলার জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনের আগে আবারো স্থানীয় নির্বাচনের দাবির কথা জানান তিনি। জামায়াত নির্বাচন চায়, তবে যেন তেন নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিভি/এসজি
মন্তব্য করুন: