‘ঐক্যে ফাটল ধরলে সবচেয়ে বেশি লাভবান হবে খুনি শেখ হাসিনা’

ছবি: ইশরাক হোসেন
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই যেভাবে কাজ করেছে, কারো কথায় সেই ঐক্যে যাতে ফাটল না ধরে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন।
তিনি বলেন, ঐক্যে ফাটল ধরলে সবচেয়ে বেশি লাভবান হবে খুনি শেখ হাসিনা। সোমবার (৭ জুলাই) রাজধানীর কোতয়ালী থানা বিএনপি আয়োজিত সংদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
এসময় তিনি বলেন, কোন চিহ্নিত অপরাধী যেন বিএনপির সদস্য না হতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেখান থেকে উত্তরণ ঘটাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবানও জানান তিনি।
বিভি/এমআর
মন্তব্য করুন: