• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজনীতিতে আর পরিবারতন্ত্র চলবে না: নাহিদ ইসলাম

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৫, ৮ জুলাই ২০২৫

আপডেট: ০১:০৫, ৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাজনীতিতে আর পরিবারতন্ত্র চলবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আর পরিবারতন্ত্র চলবে না। যুব সমাজ এ দেশে থেকেই দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখবে। 

সোমবার (৭ জুলাই) রাতে পাবনা আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে দলের এক পদযাত্রা সভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গত ৩ আগস্ট এক দফার দাবি ঘোষণা করি। আর সে দাবিতেই আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি ঘোষণা করা হবে।

জুলাই বিপ্লবে পাবনাসহ দেশের সকল শহীদ, আহত ও সমর্থকদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমাদের এই পদযাত্রা চলছে। একটি রাষ্ট্রের প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এসব অত্যন্ত জরুরি।

পদযাত্রায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তারাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ বক্তব্য দেন।

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের এই তরুণ যোদ্ধাদের দেখতে হাজারো জনতার ঢল নামে। বেশ উৎফুল্ল চিত্তে হাত নেড়ে উৎসুক জনতার আবেগে সারা দেন নাহিদ, হাসনাত, সারজিসরা। দর্শক-শ্রোতাদের আগমনে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

বিভি/টিটি

মন্তব্য করুন: