বৃষ্টি বাধা পেরিয়ে ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে গেলেন রিজভী

বিগত ১৭ বছরে দেশে উন্নয়নের যে ফিরিস্তি স্বৈরাচারী হাসিনা সরকার দিয়েছে তা এই পাহাড়ে না আসলে দেখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব রহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, আমরা ঋতুপর্ণার বাড়ীতে এসেছি। এখানে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। না আছে কোন রাস্তাঘাট, না আছে কোন যোগাযোগ ব্যবস্থা। এটাতো বাংলাদেশের বাইরের কোন জায়গা নয়। ঢাকায় দু একটা পদ্মাসেতু ও ফ্লাইওভার দেখিয়ে গত ১৭টি বছর ফ্যাস্টিস সরকার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে নিজের আখের গুছিয়েছে বলে মন্তব্য করেন।
বুধবার (৯ জুলাই) দুপুরে বৈরী আবহাওয়া ও প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে পাহাড়ের গোল্ডেন গার্ল ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে গিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এ কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার হেলাল, আমরা বিএনপির পরিবারের আহবায়ক আতিকুর রহমান উম্মন, সদস্য সচিব মোঃ মিথুন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে নানা টালবাহানা শুরু হয়েছে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জোরদার হচ্ছে। এই ষড়যন্ত্র রুখতে হবে। তিনি বলেন, গ্রামবাংলার সাধারণ মানুষ যারা আছে তারাই চিন্তা করবে কোন দল ক্ষমতায় আসবে। তারাই নির্বাচন করবে আগামী দিনের সরকার কে গঠন করবে। তিনি বলেন, এই এলাকার কোন লোক কাজ করছে তাকে বেঁছে নিবে এই সাধারণ মানুষ গুলো। তিনি পার্বত্য অঞ্চলের দুর্গম মানুষের যে অধিকার সেই অধিকার কখনোই খর্ব করা যাবে না।
এ সময় রুহুল কবির রিজভী ঋতুপর্ণ চাকমার মা ভুজিপুতি চাকমার সাথে কথা বলেন। তিনি বলেন, বিএনপি সব সময় ঋতুর মায়ের পাশে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্সন তারেক রহমান বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে ঋতুর মায়ের পাশে দাঁড়ানের জন্য নির্দেশনা প্রদান করেছেন। তাই এই প্রবল বৃষ্টি মাথায় নিয়ে দুর্গম এই পথ পাড়ি দিয়ে আমরা ঋতুপর্ণার বাড়ীতে এসেছি। আমরা ঋতুর মায়ের সকল চিকিৎসার খরচ বহন করবো। প্রতি মাসে ৩টি করে কেমো দিতে হয় সেই তার খচর বিএনপি পরিবার বহন করবে।
এ সময় রুহুল কবির রিজভী ঋতুপর্ণার মায়ের হাতে বিএনপি পরিবার ও রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষ থেকে দেয়া ২ লক্ষ টাকা হাতে তুলে দেন।
বিএনপি পরিবারর ও তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ঋতুপর্ণার মা ভুজিপুতি চাকমা বলেন, আমার ভাঙ্গা বাড়ীতে আমাকে দেখতে আসার জন্য বিএনপি পরিবারের সকলকে ধন্যবাদ।
উল্লেখ্য যে, পাহাড়ের গোল্ডেন গার্ল ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তার মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: