নাগরিক ঐক্য কিংবা এনসিপি; কোনো দলই পাচ্ছে না শাপলা প্রতীক

নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা বিধিমালার তফসিলভুক্ত না করায় কোনো দলই তা পাচ্ছে না। নির্বাচন কমিশনের (ইসি) এমন নীতিগত সিদ্ধান্তের ফলে নাগরিক ঐক্য কিংবা এনসিপি; কোন দলই নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা পাচ্ছে না।
জানা যায়, শাপলা ছাড়াও এনসিপির আবেদনে পছন্দের প্রতীকের তালিকায় রয়েছে কলম ও মোবাইল ফোন। অন্যদিকে, নাগরিক ঐক্যও দলীয় প্রতীক শাপলা চেয়েছিল। তবে তারা পেয়েছে কেটলি প্রতীক।
বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অতীতেও কোনো কোনো দল শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: