আগের মতো দিনের ভোট রাতে করার সুযোগ নেই: ডা. আব্দুল্লাহ

ছবি: ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সব ইসলামপন্থি দল ও জাতীয়তাবাদী আদর্শের একটি অংশসহ জামায়াতে ইসলামী একত্রে নির্বাচনে অংশ নেবে।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলটির একটি প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।
নায়েবে আমির বলেন, পূর্বের মতো দিনের ভোট রাতে করার আর কোনো সুযোগ নেই। তাই নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা দরকার তার সবই নির্বাচন কমিশনকে করতে হবে। অন্যথায় বিগত কমিশনগুলোর সিইসি জনগণের কাছে যেভাবে আপ্যায়িত হয়েছেন তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, ১০টি হোন্ডা, ২০ জন গোন্ডা দিয়ে ভোটের মাঠ দখলে নেওয়ার সুযোগ আর নেই। যেকোনো ধরনের নৈরাজ্যের নৈরাজ্যের চেষ্টা হলে জামায়াত তা রুখে দেবে।
জামায়াত ভোটের দিন ভোটারদের নিরাপত্তাও নিশ্চিত করবে বলে জানান দলটির এই শীর্ষ নেতা।
বিভি/এআই
মন্তব্য করুন: