সোহাগ হত্যাকে ঘিরে বিএনপিকে টার্গেট করে প্রোপাগান্ডা চালাচ্ছে: কায়সার কামাল

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্বাধীনতাযুদ্ধে পরাজিত একটি দল এখন বিএনপিকে টার্গেট করে প্রোপাগান্ডা চালাচ্ছে।
রবিবার (১৩ জুলাই) সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
কায়সার কামাল বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত গণতন্ত্রের ওপর আস্থা রেখে সহনশীলতা বজায় রাখা। কিন্তু দু'একটি রাজনৈতিক দল তা না করে, নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে।
এদিন, সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগে একটি জাতীয় দৈনিকের সম্পাদককে পাঁচ দিনের মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠান ব্যারিস্টার কায়সার কামাল। এ বিষয়ে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে ব্যবসায়িক দ্বন্দ্বের ফলে এই হত্যাকাণ্ড, কিন্তু একটি পত্রিকায় বিএনপির চাঁদাবাজির ফলে এ ঘটনা ঘটেছে, - এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। এটি উদ্দেশ্য প্রণোদিত সংবাদ।
বিভি/টিটি
মন্তব্য করুন: