সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, ফের জানালেন নাহিদ

সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বলে আবারও জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার (১৩ জুলাই) জুলাই পদযাত্রার ১৩তম দিনে এনসিপি পিরোজপুর জেলা- শাখার আয়োজনে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ভোটাধিকারহরণ, সন্ত্রাস এমন কোনো অপকর্ম নেই, সেই সরকার করেনি।
তিনি বলেন, তিন-তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল।
এরআগে, সকাল ১১টায় পদযাত্রা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে ১২টার দিকে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: