দলীয় নেতা-কর্মীদের আরও সংযত আচরণের পরামর্শ ইশরাকের

দলীয় নেতা-কর্মীদের আরও সংযত আচরণ করার পরামর্শ দিয়েছেন চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অভিযোগ করে বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় না এনে বারবার বিএনপির ওপর দোষ চাপাচ্ছে সরকার।
রবিবার (১৩ জুলাই) রাজধানীর পুরান ঢাকার উল্টিনগঞ্জ কাঠ ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জুলাই '২৪-এর সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সরকারের সমালোচনা করে বলেন, মানুষ নির্বাচন আয়োজনের জন্য এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু সরকার টালবাহানা করে প্রায় এক বছর পার করেছে।
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকায় ব্যবসায়ীকে বর্বরোচিত হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা। তিনি এ নৃশংস ঘটনার জন্য দায়ীদের খুঁজে কঠিন শাস্তির মুখোমুখি করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
বিভি/টিটি
মন্তব্য করুন: