গোপালগঞ্জে হামলা, মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত

মাদারীপুরের সমাবেশ স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গোপালগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনের মঞ্চে সমাবেশ স্থগিতের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ।
তিনি বলেন, আজকে মাদারীপুরের মঞ্চে সমাবেশ হবার কথা ছিলো। কিন্তু গোপালগঞ্জের হামলার ঘটনার পর তা স্থগিত করা হয়েছে। আগামীতে সমাবেশের তারিখ ঘোষণা করা হবে।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টাহামলা হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বিভি/টিটি
মন্তব্য করুন: