• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ

প্রকাশিত: ০০:৩৬, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) বিকাল থেকেই এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ হয়।

চট্টগ্রামে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নগরীর ষোলশহর এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে গোপালগঞ্জের অবস্থাও ধানমন্ডি ৩২ নম্বরের মতো হবে বলেও হুঁশিয়ার করেন। 

রাজশাহী মহানগরীর অলোকার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। 

সিলেটেও প্রায় এক ঘণ্টা ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র-যুব-জনতা। ফরিদপুরে ভাঙ্গা উপজেলার এনসিপির আহ্বায়ক মো. আশরাফ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ হয়। 

ফেনীর মহিপাল এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন সংগঠনের নেতা কর্মীরা। প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

টায়ার জ্বালিয়ে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। শহরের খুলনা রোড মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

একই ইস্যুতে বিক্ষোভ হয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, জয়পুরহাট, ঝালকাঠি, নওগাঁসহ অন্যান্য জেলায়ও। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2