কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যা: বিচারের দাবিতে মশাল মিছিল ঢাবি ছাত্রদলের

কক্সবাজারে বিএনপি নেতা রহিম উদ্দীন সিকদারের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় মিছিলটি টিএসএসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে এসে শেষ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি অভিযোগ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব কালচার তৈরির সুযোগ সৃষ্টি করে দিয়েছে অন্তবর্তী সরকার।
এ সময় তিনি অভিযোগ করে বলেন ,অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ গণতন্ত্রাতিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করছে।
আগামীতে আর কোনো গুপ্তবাহিনী যদি মব সৃষ্টি করে শিক্ষাঙ্গণে পরিবেশ অস্থিতিশীল করে তোলে তবে তা রুখে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।
বিভি/টিটি
মন্তব্য করুন: