• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ: জামায়াত আমীর

প্রকাশিত: ১৯:৩৫, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৩৭, ১৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ: জামায়াত আমীর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সারাদেশে জুলাই পদযাত্রা ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সেখানে সমাবেশস্থলে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের কর্মীরা। পরে সমাবেশ শেষেও এনসিপি নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। রাস্তায় পুলিশ-এপিবিএন’র সঙ্গে মুখোমুখি অবস্থানে যায় ছাত্রলীগ-আওয়ামী লীগ। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় বোমাও। পুলিশও পাল্টা জবাব দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তার লেখার শিরোনাম- ‘গোপালগঞ্জে কী হচ্ছে?’

তিনি লেখেন, ‘গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার।’

ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে।’

জামায়াত আমীর বলেন, 'আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2