পদযাত্রা ও পথসভা করতে আজ ফরিদপুর যাচ্ছেন এনসিপি নেতারা

জুলাই পদযাত্রার ১৭তম দিনের কর্মসূচি পালনে আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৬ জুলাই) দলটির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা। ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।
পূর্ব ঘোষণা অনুযায়ী, এনসিপির নেতাদের বুধবার রাতে ফরিদপুর আসার কথা ছিল। কিন্তু, গোপালগঞ্জের ওই ঘটনার পর তাঁরা খুলনায় চলে যান। গতকাল রাতে তাঁরা সেখানে ছিলেন। আজ দুপুরে তাদের ফরিদপুরে পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা চালান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে বেশ কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা। পরে সেনাবাহিনীর এপিসিতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নেতাদের। দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমানে খুলনায় অবস্থান করছেন। বুধবারের হামলার পর মাদারীপুরে তাদের পদযাত্রা স্থগিত করা হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: