গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলা, শামা ওবায়েদের উদ্বেগ

ছবি: শামা ওবায়েদ
বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিবৃতিতে সাংগঠনিক বলেন, জুলাই- আগষ্টের ছাত্র-জনতার গণআন্দোলনে পতিত আওয়ামী স্বৈরাচারী সরকার পতনের পর আবারো দুস্কৃতিকারিরা দেশ কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। বুধাবার গোপালগঞ্জে এনসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।
বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান। আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন তিনি।
বিভি/এআই
মন্তব্য করুন: