• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফরিদপুরে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:৫৬, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ফরিদপুরে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

ফরিদপুরে প্রবেশ করেছেন এনসিপির নেতৃবৃন্দ। ফাইল ছবি

কিছুক্ষণ আগে ফরিদপুর শহরে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গাড়ি বহরে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পথসভা শুরু হয়েছে। মঞ্চে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন উপজেলা থেকে কর্মী সমর্থকরা আসছেন। 
পূর্বের সময়সীমা অনুযায়ী পথসভাটি সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও বুধবারের উদ্ভূত পরিস্থিতির কারণে তা আড়াই ঘণ্টা পিছিয়ে দুপুর সাড়ে ১২টায় করা হয়। 

বেলা ১১টা ৩০ মিনিটে সমাবেশ স্থানে গিয়ে দেখা যায়, মঞ্চে উপস্থিত হয়েছেন জেলা ও বিভিন্ন উপজেলার নেতারা। তাদের মধ্যে দুই একজন উপস্থিত জনতার উদ্দেশ্য বক্তব্য দিচ্ছে। আর বাকিরা বসে আছেন মঞ্চে। 

ফরিদপুর এনসিপির জ্যৈষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ গণমাধ্যমকে বলেন, ফরিদপুরের সকাল ১০টার বদলে দুপুর ১টার দিকে শুরু হবে পথসভা। কেন্দ্রীয় নেতারা এখনো ফরিদপুরে এসে পৌঁছাননি। স্থানীয়রা এসেছেন, তারা বক্তব্য দিচ্ছেন।

সভার সার্বিক নিরাপত্তার বিষয়ে নাগরিক কমিটির এই সদস্য জানান তারা গোপালগঞ্জের মতো হামলা বা কোনো হাঙ্গামার আশঙ্কা করছেন না  তিনি।ফরিদপুরের লোকজন অত্যন্ত সুশৃঙ্খল এবং ভদ্র। অবশ্যই শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে। 

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে  ঘটনাস্থল আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী, কোস্টগার্ড, আনসার এবং র‍্যাবের সদস্যরা টহল দেবে। ফরিদপুরের পুলিশ প্রশাসনের জনবল দিয়েই এ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এর জন্য বাড়তি কোনো জনবল অন্য জেলা থেকে আনা হয়নি।    

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2