রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা ঘিরে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা ঘিরে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নের্তবৃন্দরা আজ আসছে রাজবাড়ী জেলায়।তাদের আগমন উপলক্ষে জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।একই দিনে যুবদলের বিক্ষোভ সমাবেশের প্রোগ্রাম হওয়ায় যে কোন ধরনের নাশকতা এড়াতে ও এনসিপির কেন্দ্রীয় নের্তবৃন্দের নিরাপত্তা নিশ্চিতে তারা মাঠে রয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা চোখে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, এদিন সকাল থেকেই রাজবাড়ী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে দেখা গেছে। এছাড়াও শহরের ১নং রেলগেটের শহীদ স্মৃতি চত্বরের সমাবেশ স্থলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।শহরের সড়ক গুলোতে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী,পুলিশ ও র্যাব। এছাড়াও গোয়েন্দা সংস্থা গুলোও তাদের নজরদারি অব্যহত রেখেছে।
এদিকে শহরের রেলগেটের শহীদ স্মৃতি চত্বরের সামনে এনসিপির পদযাত্রার সমাবেশ স্থল তৈরির শেষ মুহুর্তের কাজ চলছে।পদযাত্রা উপলক্ষে শহরের প্রধান সড়ক গুলোতে ব্যানার,ফেস্টুন সাঁটানো হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এছাড়াও পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী তাদের মতন করে কাজ করবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: