গোপালগঞ্জে সংঘর্ষ
আওয়ামী লীগ-ছাত্রলীগকে দায়ী করে তীব্র নিন্দা জামায়াতে ইসলামীর

গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও, এই ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানী জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ১৯ জুলাই জামায়াতের মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছর জামায়াতে ইসলামী নানাভাবে মজলুম হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। ২৪ এর গণঅভ্যুথানে আমরা বাকস্বাধীনতা, রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি। আর এ কারণেই আমরা আগামী ১৯ জুলাই রাজনৈতিক সমাবেশের আয়োজন করতে যাচ্ছি। সমাবেশে আমরা সব রাজনৈতিক শক্তিকে আমন্ত্রণ জানিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের এবারের সমাবেশ আয়োজনের বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। প্রথমত হলো নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিকভাবে প্রয়োজনীয় মাঠের সমতা নিশ্চিতের দাবি জানানো। দ্বিতীয়ত জুলাই অভ্যুথানে যারা শহীদ হয়েছেন, এই হত্যার বিচার নিশ্চিত করা। তাদের পুনর্বাসন, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে যাবতীয় সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। চতুর্থত সংখ্যানুপাতিক নির্বাচনের (পিআর) যাতে আয়োজন করা হয়, সে দাবি আমরা তুলবো। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, তারা যাতে বিদেশ থেকে ভোটধিকার নিশ্চিত করতে পারে, সে দাবিটি উঠে আসবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টিও উঠে আসবে।
জামায়াতের সেক্রেটারি বলেন, সমাবেশ আয়োজনের জন্য ইতোমধ্যে কমিটি ও উপকমিটি গঠনসহ সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ কমিশনারের নিকট সহযোগিতা কামনা করেছি। তারা সর্বোচ্চ সহোযোগিতার নিশ্চয়তা দিয়েছেন।
তিনি আরও বলেন, বিপুল পরিমাণ জনসমাগমের জন্য রাজধানীতে সাধারণ মানুষের দুর্ভোগ ও যানজট সৃষ্টি হতে পারে। এ জন্য আমি আগেই দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা দেশ ও মানুষের কল্যাণের জন্যই কাজ করি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন ও ইয়াছিন আরাফাত প্রমুখ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: