• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিভিন্ন জেলায় যুবদলের বিক্ষোভ

বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য

প্রকাশিত: ১৯:৩৩, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৩৬, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিভিন্ন জেলায় যুবদলের বিক্ষোভ

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে।

নাটোরে আলাইপুর এলাকার উপশহরে সমাবেশ শেষে যুব দলের বিক্ষোভ মিছিল হয়েছে। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় দলের নেতকর্মীদের ‘যার যার এলাকায় ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজসহ অনেকে।

বরিশালে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও সভা করেছে জেলা ও মহানগর যুবদল। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এসময় বিভিন্ন শ্লোগান দেন নেতা কর্মীরা। 

সিলেটে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানার নেতৃত্বে মিছিলটি ঢাকা-মাওয়া মহাসড়ক ঘুরে নিমতলাতে বিক্ষোভ করে। এসময় বক্তারা অভিযোগ করেন, জামায়াত-শিবির চক্র তাদের বিরুদ্ধে অপপ্রচার ও প্রপাগান্ডা চালাচ্ছে।

বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা যুবদল। শহরের স্বাধীনতা উদ্যান থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে হয় পথসভা। 

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। স্থানীয় সাহিত্য পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এরআগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

একই ইস্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ হয়। বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তাসহ অন্যান্য নেতারা।

ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। শহরের উজির আলী স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পায়রা চত্বরে হয় সমাবেশ। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ড. এম এ মজিদসহ অন্যরা বক্তব্য রাখেন। 

মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। শহরের খোন্দকার নুরুল ইসলাম ল' কলেজ থেকে এই মিছিল বের হয়ে শহর ঘুরে রফিক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপুসহ অনেকে।

নওগাঁয় যুবদলের উদ্যোগে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। 

নোয়াখালীতে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জেলা যুবদলের সভাপতি মনজুরুল আলম সুমনের সভাপতিত্বে এসময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, ছাত্রদল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

পাবনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সাংস্কৃতিক চত্বরে সমাবেশ হয়। বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি হিমেল রানাসহ অন্যরা।

জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। বাজলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়।

খাগড়াছড়িতে বৃস্পতিবার (১৭ জুলাই) বিকালে কেন্দীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদ কাদের সড়ক থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শপালা চত্বরে সমাবেশের আয়োজন করে। এ সময় যুবদলের হাজারো নেতাকর্মীর শ্লোগানে শহর প্রকম্পিত হয়। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2