• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

প্রকাশিত: ১৩:১১, ১৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

১৯ জুলাইয়ের মহাসমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীদের আগমনের জন্য তিনটি ট্রেন ভাড়া নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খরচ বহন শর্তে ট্রেন বরাদ্দ দিয়েছে রেল কর্তৃপক্ষ। ট্রেনগুলো রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে একবার করে চলাচল করবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধের সাপেক্ষে বিধি মোতাবেক ট্রেন দুটি বরাদ্দ দেওয়া হয়েছে। ট্রেন দুটির সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাতায়াতেও কোনো অসুবিধা হবে না।’

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল, ডেপুটি চিফ সুপারিন্টেনডেন্ট-১ আরফিন নাহার এবং বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত ভিন্ন তিনটি চিঠিতে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির চিঠির আলোকে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগদানের জন্য ১৮ জুলাই রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন হতে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছানো এবং ১৯ জুলাই রাতে ঢাকা রেলওয়ে স্টেশন হতে ছেড়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ফেরত আসার জন্য একটি স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়া জন্য অনুরোধ করা হয়েছে।

আরও বলা হয়, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী স্টেশন হতে ঢাকা স্টেশন পর্যন্ত রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক দ্বারা (লোড ১৪/২৮) স্পেশাল ট্রেন পরিচালনা করা যেতে পারে। উল্লেখিত ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শনিবার। এতে সিএমই (পশ্চিম) রাজশাহীর মতামত রয়েছে বলেও জানানো হয়৷

প্রস্তাবিত স্পেশাল ট্রেনের সময়সূচি সম্পর্কে বলা হয়েছে, ট্রেনটি ১৯ জুলাই (শুক্রবার দিবাগত) রাত ১টায় রাজশাহী ছেড়ে ঢাকা পৌঁছাবে ভোর ৬টায়। শনিবার রাত ৮টায় ঢাকা ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে। উভয়পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে। এই অবস্থায় এক জোড়া স্পেশাল ট্রেন প্রচলিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালনা করা যেতে পারে বলেও চিঠিতে জানানো হয়।

আরেক চিঠিতে বলা হয়, ঢাকা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জবাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল সাড়ে ৯টায়। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সিরাজগঞ্জবাজার পৌঁছাবে ভোররাত ৩টা ৩০ মিনিটে।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে এক জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার প্রস্তাবনাটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।

এদিকে শনিবারের ওই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2